নতুন আইনি সহায়তা প্রদান প্রক্রিয়ার সশক্তকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 08th, 05:33 pm
প্রধান বিচারপতি শ্রী বি আর গবাই জি, বিচারপতি সূর্যকান্ত জি, বিচারপতি বিক্রম নাথ জি, আমার সহকর্মী অর্জুন রাম মেঘওয়াল জি, সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিগণ, বিভিন্নপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “আইনি সহায়তা প্রদান ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক জাতীয় সম্মেলনে ভাষণ দেন
November 08th, 05:00 pm
“যখন ন্যায়বিচার সকলের কাছে সহজলভ্য হয়, সময়মতো প্রদান করা হয় এবং তাঁদের সামাজিক বা আর্থিক পটভূমি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছায় - তখনই এটি সত্যিকার অর্থে সামাজিক ন্যায়বিচারের ভিত্তি হয়ে ওঠে”, প্রধানমন্ত্রী বলেন। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সহজলভ্যতা নিশ্চিত করতে আইনি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন যে জাতীয় স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত, আইনি পরিষেবা কর্তৃপক্ষ, বিচার বিভাগ এবং সাধারণ নাগরিকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন যে লোক আদালত এবং প্রাক-মামলা নিষ্পত্তির মাধ্যমে লক্ষ লক্ষ বিরোধ দ্রুত, সৌহার্দ্যপূর্ণভাবে এবং কম খরচে সমাধান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত আইনি সহায়তা প্রতিরক্ষা পরামর্শ ব্যবস্থার অধীনে, মাত্র তিন বছরে প্রায় ৮ লক্ষ ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই প্রচেষ্টাগুলি সারা দেশে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত এবং প্রান্তিক মানুষের জন্য ন্যায়বিচারের সহজতা নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী “আইনি সহায়তা প্রদান ব্যবস্থার শক্তিশালীকরণ” বিষয়ক ৮ নভেম্বর জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন
November 06th, 02:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ নভেম্বর ২০২৫-এ বিকেল ৫টা নাগাদ সর্বোচ্চ ন্যায়ালয়ে “আইনি সহায়তা প্রদান ব্যবস্থার শক্তিশালীকরণ” বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ন্যাশানাল লিগাল সার্ভিসেস অথরিটি (এনএএলএসএ) দ্বারা প্রস্তুত কমিউনিটি মিডিয়েশন ট্রেনিং মডিউলের সূচনা করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে ভাষণও দেবেন।