প্রধানমন্ত্রী ২৮ নভেম্বর কর্ণাটক এবং গোয়া সফরে যাবেন
November 27th, 12:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ নভেম্বর কর্ণাটক এবং গোয়া সফরে যাবেন। বেলা ১১:৩০ নাগাদ প্রধানমন্ত্রী কর্ণাটকে উডুপি-তে শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শন করবেন। পরে তিনি দুপুর ৩:১৫ নাগাদ যাবেন গোয়ায়। শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠ পরিদর্শন করবেন মঠের ৫৫০ বছর উদযাপনে ‘সার্ধ পঞ্চশতমনোৎসব’ উপলক্ষে।