প্রধানমন্ত্রী তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন

October 16th, 09:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। শ্রীশৈলমে, শ্রী মোদী শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে প্রার্থনা করেন এবং শ্রী শিবাজি ধ্যান মন্দির এবং শ্রী শিবাজি দরবার হল পরিদর্শন করেন। পরে, তিনি কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।