নব রায়পুরে শান্তি শিখর - ব্রহ্ম কুমারী ধ্যান কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 01st, 11:15 am
ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা, রাজ্যের জনপ্রিয় ও গতিশীল মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই, রাজযোগিনী ভগিনী জয়ন্তী, রাজযোগী মৃত্যুঞ্জয়, সমস্ত ব্রহ্ম কুমারী ভগিনী, এখানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ!প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নব রায়পুরে শান্তি শিখর – মেডিটেশন সেন্টারের উদ্বোধনে ব্রহ্মা কুমারীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
November 01st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের নব রায়পুরে আধ্যাত্মিক শিক্ষা, শান্তি এবং ধ্যানের জন্য একটি আধুনিক কেন্দ্র শান্তি শিখর-এর উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মকুমারীদের উদ্দেশে ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি বিশেষ দিন, কারণ ছত্তিশগড় তার প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করছে। তিনি উল্লেখ করেন যে ছত্তিশগড়ের পাশাপাশি, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডও তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে। তিনি বলেন যে, দেশের আরও বেশ কয়েকটি রাজ্য আজ তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। শ্রী মোদী এই সমস্ত রাজ্যের বাসিন্দাদের তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। দেশের উন্নয়ন জনগণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী বলেন, আমরা একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে সক্রিয়ভাবে নিযুক্ত আছি।