নবরাত্রি উপলক্ষে পণ্ডিত যশরাজজির হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশনটি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
September 22nd, 09:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে পণ্ডিত যশরাজজির একটি হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশন ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, নবরাত্রি সম্পূর্ণই ভক্তির এবং অনেক মানুষ এই ভক্তিকে সঙ্গীতের মাধ্যমে আত্মস্থ করেন। শ্রী মোদী বলেছেন, “যদি আপনি একটি ভজন গান অথবা আপনার যদি কোনও পছন্দের ভজন থাকে, সেটা আমার সঙ্গে ভাগ করে নিন। আমি আগামীদিনে তার কিছু পোস্ট করব।”