আগামী ৬ অগাস্ট কর্তব্য ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
August 04th, 05:44 pm
আধুনিক, দক্ষ এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। ৬ অগাস্ট চালু হতে চলা কর্তব্য ভবন – ০৩ সেন্ট্রাল ভিস্তা এলাকার সামগ্রিক রূপান্তরের একটি অঙ্গ। এরপর, সেখানে আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সচিবালয় ভবনের উদ্বোধন হবে। ঐ অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের অভিন্ন সচিবালয় চত্বর প্রশাসনে সমন্বয় আরও বৃদ্ধি করবে।