মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ
September 11th, 12:30 pm
শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।১১ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী বারাণসীতে বৈঠক করবেন ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে
September 10th, 01:01 pm
উত্তর প্রদেশের বারাণসীতে ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঐতিহাসিক শহর বারাণসীতে ৯ – ১৬ সেপ্টেম্বর ভারত সফরে আসা মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক দু’দেশের সভ্যতাগত ও আধ্যাত্মিক সংযোগের বিষয়টিকে বিশেষভাবে প্রতিফলিত করে। আলাপচারিতায় স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানী, পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল জনপরিকাঠামো, সমুদ্র অর্থনীতির মতো বিষয়গুলি প্রাধান্য পাবে। এ বছর মার্চ মাসে প্রধানমন্ত্রীর মরিশাস সফরের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘পরিবর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা। ভারতের প্রশান্ত মহাসাগরীয় নীতি, মহাসাগর নীতি এবং প্রতিবেশী সর্বাগ্র নীতিতে মরিশাসের বিশেষ গুরুত্ব রয়েছে।প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন
July 25th, 08:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মালেতে রাষ্ট্রপতির কার্যালয়ে মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিক বৈঠকের আগে, রাষ্ট্রপতি মুইজ্জু প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান এবং পরে রিপাবলিক স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সাক্ষাৎটি উষ্ণতা এবং দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের পুনর্ব্যক্তকরণের মাধ্যমে চিহ্নিত হয়।ব্রিটেন ও মালদ্বীপ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য
July 23rd, 01:05 pm
ভারত ও ব্রিটেন একটি সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়ী উন্নয়ন, স্বাস্থ্য এবং দুই দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা প্রসারিত হয়েছে। সফরকালে আমি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করার সম্ভাবনাগুলিকে কাজে লাগাবো। এর মূল উদ্দেশ্য উভয় দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। সফরকালে মাননীয় রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও আমি সাক্ষাৎ করবো।