প্রধানমন্ত্রী ১৫ জানুয়ারি মহারাষ্ট্র সফরে যাবেন

January 13th, 11:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি মহারাষ্ট্র সফরে যাবেন। বেলা ১০:৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মুম্বাইয়ে নৌ বাহিনীর ডক ইয়ার্ডে আইএনএস সুরাত, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘসির এই তিনটি অগ্রবর্তী যুদ্ধ জাহাজের জলযাত্রার সূচনা ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর পরে দুপুর ০৩:৩০ মিনিটে তিনি নভিমুম্বাইয়ের খাড়ঘরে ইস্কন মন্দিরের উদ্বোধন করবেন।