মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিবের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা

April 23rd, 02:23 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ ডঃ মোহাম্মেদ বিন আব্দুলকরিম আল-ইসা আজ জেড্ডায় সাক্ষাত করেছেন । জম্মু কাশ্মীরে বীভৎস জঙ্গীহানার কঠোর নিন্দা জানান তিনি। এই হামলায় নিরাপরাধ নাগরিকদের প্রাণ হারানোয় তিনি গভীর শোক ব্যক্ত করেন।