"মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন "
March 19th, 04:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। ২৯.২১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক তৈরি হবে নির্মাণ – পরিচালন – হস্তান্তর (বিওটি) প্রণালী অনুযায়ী। এজন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে ৪৫০০.৬২ কোটি টাকা।