আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন প্রধানমন্ত্রী
October 21st, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বেশ কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। এই দিনটিকে অসাধারণ দিন হিসাবে উল্লেখ করে ঐ বিশেষ অভিজ্ঞতা স্মরণীয় মুহূর্ত ও উজ্জ্বল দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী একপ্রান্তে বিপুল সাগর এবং ভারতমাতার বীর সেনাদের বিপুল শক্তিকে তুলে ধরেন। তিনি বলেন, একদিকে অনন্ত দিগন্ত, সীমাহীন আকাশ আর অন্যদিকে বিপুলাকার আইএনএস বিক্রান্তের অসীম শক্তি পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রবক্ষে সূর্যরশ্মীর বর্ণশোভায় দীপাবলিতে বীর সেনাদের প্রজ্জ্বলিত প্রদীপের দীপ্তি প্রতীত হচ্ছে, যা সমুদ্রবক্ষে স্বর্গীয় আলোর মালা সৃষ্টি করেছে। ভারতের বীর সেনাদের মধ্যে থেকে দীপাবলি উদযাপনকে তাঁর সৌভাগ্য বলে জানান প্রধানমন্ত্রী।