"১,৩৩২ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে তিরুপতি – পাকালা – কাটপাডি ডবললাইন রেল প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার "
April 09th, 03:06 pm
১ হাজার ৩৩২ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে তিরুপতি-পাকালা-কাটপাডি ডবললাইন (১০৪ কিমি) রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, যা ঐ এলাকার সর্বাত্মক উন্নয়নের পথ প্রশস্ত করবে।