Cabinet approves three new corridors as part of Delhi Metro’s Phase V (A) Project

December 24th, 03:25 pm

The Union Cabinet approved three new corridors - 1. R.K Ashram Marg to Indraprastha (9.913 Kms), 2. Aerocity to IGD Airport T-1 (2.263 kms) 3. Tughlakabad to Kalindi Kunj (3.9 kms) as part of Delhi Metro’s Phase – V(A) project consisting of 16.076 kms which will further enhance connectivity within the national capital. Total project cost of Delhi Metro’s Phase – V(A) project is Rs.12014.91 crore, which will be sourced from Government of India, Government of Delhi, and international funding agencies.

ইউইআর- টু (UER-II) এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 17th, 12:45 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নীতিন গডকরী জি, হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জি, দিল্লির মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় সাক্সেনা জি, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্ত জি, আমার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহকর্মীবৃন্দ, অজয় তামতা জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লি ও হরিয়ানার সাংসদগণ, উপস্থিত দিল্লি ও হরিয়ানার মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১,০০০ কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন

August 17th, 12:39 pm

অগাস্ট মাস স্বাধীনতা ও বিপ্লবের মাস বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজাদি কা মহোৎসব উদযাপনের মধ্যেই জাতীয় রাজধানী দিল্লি আজ আরও একটি উন্নয়ন বিপ্লবের সাক্ষী হ’ল। তিনি বলেন, এর আগে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোডের মাধ্যমে দিল্লির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। এই পথ দিল্লি, গুরুগ্রাম এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তিনি আরও বলেন, অফিস ও কারখানায় যাতায়াত সহজ হবে এবং প্রত্যেকের সময় সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংযোগ স্থাপনের ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এই আধুনিক সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি দিল্লি-এনসিআর-এর সমস্ত বাসিন্দাদের অভিনন্দন জানান।

নতুন দিল্লিতে সাংসদদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 11th, 11:00 am

অনুষ্ঠানে উপস্থিত শ্রী ওম বিড়লা জি, মনোহরলাল জি, কিরেন রিজিজু জি, মহেশ শর্মা জি, সংসদের সকল সম্মানিত সদস্যগণ, লোকসভায় মহাসচিব, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেছেন

August 11th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ ৭ বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি কর্তব্য পথে কর্তব্য ভবন নামে পরিচিত সাধারণ কেন্দ্রীয় সচিবালয়ের উদ্বোধন করেছেন। আজ সাংসদদের জন্য নব নির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের ৪টি গুরুত্বপূর্ণ নদী কৃষ্ণা, গোদাবরী, কোশী এবং হুগলী নদীর নামে নামকরণ করা এই কমপ্লেক্সের ৪টি টাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে জীবনদায়ী এই নদীগুলি এখন সাংসদদের জীবনে আনন্দের নতুন ধারা প্রবাহিত করবে। প্রধানমন্ত্রী বলেন, নদীর নামে নামকরণ করা এই ভবনগুলি ঐক্যের সূত্রে আবদ্ধ করবে। এই ভবন দিল্লির সাংসদদের জীবনযাত্রা সহজ করবে। তিনি বলেন, দিল্লির সাংসদদের জন্য সরকারি আবাসন লাভ করা এখন সহজ হবে। প্রধানমন্ত্রী সব সাংসদদের অভিনন্দন জানান এবং এই আবাসন নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের প্রশংসা করেন। প্রকল্পটি সম্পন্ন করতে তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন শ্রী মোদী।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 06th, 07:00 pm

অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 06th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন থ্রি-র উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অগাস্ট, বিপ্লবের মাস, ১৫ অগাস্টের আগে আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনেছে। তিনি বলেন, ভারত সাক্ষী থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্যের যা আধুনিক ভারত গঠনের সঙ্গে সম্পর্কিত। নতুন দিল্লির উল্লেখ করে শ্রী মোদী সেখানে সাম্প্রতিক কিছু পরিকাঠামোগত কাজের তালিকা দেন : কর্তব্য পথ, নতুন সংসদ ভবন, নতুন প্রতিরক্ষা কার্যালয় প্রাঙ্গণ, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের প্রতি উৎসর্গীকৃত জাতীয় যুদ্ধ স্মারক এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তি এবং এই কর্তব্য ভবন। তিনি বলেন, এগুলি শুধুমাত্র নতুন ভবন বা সাধারণ পরিকাঠামো নয়। অমৃতকালে উন্নত ভারত গঠনে যে নীতি বাস্তবায়িত হচ্ছে, তা এইসব কাঠামো থেকেই উদ্ভূত এবং আগামী দশকগুলিতে দেশের গতিপথ নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানগুলি থেকেই। কর্তব্য ভবনের উদ্বোধনের জন্য তিনি সকল দেশবাসীকে অভিনন্দন জানান এবং এটির নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে কর্তব্য ভবন উৎসর্গ করেছেন

August 06th, 12:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে কর্তব্য ভবনটি উৎসর্গ করেছেন। এই ভবনকে জনসেবার প্রতি অবিচল সংকল্প এবং নিরন্তর প্রয়াসের প্রতীক বলে তিনি বর্ণনা করেন।

আগামী ৬ অগাস্ট কর্তব্য ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

August 04th, 05:44 pm

আধুনিক, দক্ষ এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। ৬ অগাস্ট চালু হতে চলা কর্তব্য ভবন – ০৩ সেন্ট্রাল ভিস্তা এলাকার সামগ্রিক রূপান্তরের একটি অঙ্গ। এরপর, সেখানে আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সচিবালয় ভবনের উদ্বোধন হবে। ঐ অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের অভিন্ন সচিবালয় চত্বর প্রশাসনে সমন্বয় আরও বৃদ্ধি করবে।