কেন্দ্রীয় মন্ত্রিসভা অসমের জাতীয় সড়ক-৭১৫ এর কালিবোর-নুমালিগড় অংশের সম্প্রসারণ ও উন্নতিকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে

October 01st, 03:26 pm

নয়াদিল্লি, ১ অক্টোবর,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (সি.সি.ই.এ) অসমের কাজিরাঙ্গা জাতীয় পার্কে প্রস্তাবিত বন্যপ্রাণী বান্ধব পদক্ষেপগুলি বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সড়ক-৭১৫ এর কালিবোর-নুমালিগড় অংশের ৪ লেনের জন্য বিদ্যমান যান চলাচলের রাস্তার প্রশস্তকরণ ও উন্নয়নের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ই.পি.সি) মোডে তৈরি করা হবে যার মোট দৈর্ঘ্য ৮৫.৬৭৫ কিলোমিটার এবং মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে ৬৯৫৭ কোটি টাকা।