এশিয়ান গেমস্ – এ মহিলাদের ১০০ মিটার হার্ডেলস্ – এ রৌপ্য পদক জয়ী জ্যোতি ইয়ারাজি-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

October 01st, 11:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ মহিলাদের ১০০ মিটার হার্ডেলস্ – এ রৌপ্য পদক জয়ী অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি-কে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জ্যোতি ইয়ারাজি তাঁর দৃঢ় মানসিকতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সুফল লাভ করেছেন।