প্রধানমন্ত্রী ২ সেপ্টেম্বর বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের সূচনা করবেন
September 01st, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১২-৩০ মিনিটে বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের সূচনা করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০৫ কোটি টাকা হস্তান্তর করবেন।