ভারতের জলাভূমি সংরক্ষণ অভিযানে বিহারের নতুন রামসার স্থানগুলিকে মাইলফলক হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

September 27th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহার থেকে দুটি নতুন রামসার স্থান - বক্সার জেলায় গোকুল জলাশয় (৪৪৮ হেক্টর) এবং পশ্চিম চম্পারণ জেলায় উদয়পুর ঝিল (৩১৯ হেক্টর) - সংযোজনের প্রশংসা করেছেন - যা ভারতের পরিবেশগত তত্ত্বাবধানের ক্ষেত্রে একটি গর্বের মুহূর্ত।