নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
July 14th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত বুহারির সঙ্গে তাঁর বৈঠক এবং আলাপ-আলোচনার বিষয়টি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, মুহাম্মাদু বুহারি-র প্রজ্ঞা, উষ্ণ আতিথেয়তা এবং ভারত-নাইজেরিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে অবিচল অঙ্গীকার চিরস্মরণীয়। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার, নাইজেরিয়ার জনসাধারণ এবং সরকারকে সমবেদনা জানান।