হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডনে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে জারি হওয়া যৌথ বিবৃতি
December 16th, 03:56 pm
রাজা দ্বিতীয় আবদুল্লা ইবন আল হুসেন-এর আমন্ত্রণে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫-১৬ ডিসেম্বর ২০২৫ হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডন সফর করেন।প্রধানমন্ত্রী বিশেষ অভ্যর্থনার মধ্যে জর্ডনের আম্মান-এ পৌঁছেছেন
December 15th, 04:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আম্মান-এ পৌঁছেছেন। আম্মান-এর বিমান বন্দরে পৌঁছনোর পর দুই দেশের নিকট মৈত্রীর বিশেষ প্রদর্শনে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান জর্ডনের প্রধানমন্ত্রী ডঃ জাফর হাসান এবং তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।