কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
July 01st, 03:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে (এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ – ইএলআই স্কিম) অনুমোদন দেওয়া হয়েছে। এর লক্ষ্য কর্মসংস্থানের প্রসার, বাস্তব জগতে প্রকৃত অর্থে দক্ষ হয়ে ওঠায় কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা। প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। এর আওতায় প্রথমবারের কর্মীরা এক মাসের মজুরি (১৫,০০০ পর্যন্ত) পাবেন এবং কর্মসংস্থানের প্রসারে অবদানের জন্য কর্মদাতারা ২ বছর ধরে বিশেষ সুবিধা পাবেন। উৎপাদন ক্ষেত্রের কর্মদাতারা এই সুবিধা পাবেন আরও ২ বছর। কর্মসংস্থানে গতি আনায় প্রধানমন্ত্রীর পঞ্চ কৌশলের অঙ্গ হিসেবে ২০২৪-২৫ বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে তখন ৪.১ কোটি তরুণ-তরুণীর দক্ষতায়ন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার জন্য ২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল।