বর্ষীয়ান আমলা তথা সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মের মৃত্যুতে ব্যথাহত প্রধানমন্ত্রী

January 01st, 09:34 pm

“প্রবীণ আমলা তথা অভিজ্ঞ সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মজির মৃত্যুতে আমি উদ্বিগ্ন। নীতি সম্পর্কিত বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি সকলেরই বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সর্বদাই কর্মপ্রচেষ্টামুখী। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে আমার আলাপ-আলোচনার মুহূর্তগুলি আজও স্মরণ করতে পারি। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবর্গকে জানাই আমার সমবেদনা। ওঁ শান্তি!”