তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 26th, 08:16 pm

তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন

July 26th, 07:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

June 29th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।

চন্দ্রভাগা রেল সেতু নির্মাণকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

June 06th, 03:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চন্দ্রভাগা রেল সেতুর কিছু নির্মাণ কর্মীর সঙ্গে আজ কথা বলেছেন। রাষ্ট্রের জন্য আধুনিক পরিকাঠামো নির্মাণে তাঁদের অবিচল প্রতিশ্রুতির শ্রী মোদী প্রশংসা করেছেন।

চন্দ্রভাগা রেলসেতুর ওপর ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়ছে : প্রধানমন্ত্রী

June 06th, 02:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক চন্দ্রভাগা রেলসেতুতে সম্মানের সঙ্গে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা তুলে ধরেছেন এবং একে এক অপরিসীম জাতীয় গর্বের মুহূর্ত ও সবচেয়ে প্রতিকূল ভূখণ্ডে ভবিষ্যতের পরিকাঠামো নির্মাণে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন।

জম্মু ও কাশ্মীরের কাটরায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

June 06th, 12:50 pm

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জি, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতেন্দ্র সিং জি, ভি সোমান্না জি, উপ-মুখ্যমন্ত্রী সুরেন্দ্র কুমার জি, জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল জি, সংসদে আমার সহকর্মী যুগল কিশোর জি, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা। এই ভূমি বীর জোরোয়ার সিং জি-র ভূমি, আমি এই ভূমিকে প্রণাম জানাই।

জম্মু ও কাশ্মীরে ৪৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, উদ্বোধন হ’ল বিশ্বের উচ্চতম খিলান রেলসেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতে প্রথম কেবল-নির্ভর রেলসেতু আঞ্জি ব্রিজের

June 06th, 12:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে মোট ৪৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি বলেন, কাশ্মীর উপত্যকা এখন দেশের বিস্তৃত রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। উধমপুর – শ্রীনগর – বারামুলা রেল প্রকল্প শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের নতুন শক্তির প্রতীকই নয়, দেশের ধারাবাহিক বিকাশের প্রতিফলন। প্রধানমন্ত্রী আজ বিশ্বের উচ্চতম খিলান রেলসেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতে প্রথম কেবল-নির্ভর রেলসেতু আঞ্জি ব্রিজের উদ্বোধন করেন। জম্মু ও কাশ্মীরে সংযোগ বৃদ্ধির উদ্যোগের অঙ্গ হিসেবে বেশ কয়েকটি বন্দে ভারত ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এছাড়াও, জম্মুতে একটি মেডিকেল কলেজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ৪৬ হাজার কোটি টাকার এইসব প্রকল্প জম্মু ও কাশ্মীরের বিকাশের কাজ ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয়ী।

৬ জুন জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী

June 04th, 12:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার উন্নয়নসাধনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে তিনি সকাল ১১টা নাগাদ চন্দ্রভাগা সেতুর সুচনা করবেন। এর পর তিনি আঞ্জি সেতুর উদ্বোধন করবেন। দুপুর ১২টা নাগাদ সূচনা করবেন বন্দে ভারত ট্রেনের যাত্রার। এর পর কাটরায় তিনি ৪৬,০০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।

রাজস্থানের বিকানিরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 22nd, 12:00 pm

রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়েজি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভজনলালজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন বসুন্ধরা রাজেজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণবজি, অর্জুন রাম মেঘওয়ালজি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দীয়া কুমারীজি, প্রেমচাঁদজি, রাজস্থান সরকারের অন্য মন্ত্রীরা, সংসদে আমার সহকর্মী মদন রাঠোরজি, অন্য সাংসদ ও বিধায়করা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

May 22nd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বহু মানুষ অনলাইনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-রাজ্যপাল ছাড়াও জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এবং নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীরের রূপান্তর গত ১০ বছরে সরকারের কাজের সুফল: শ্রীনগরে প্রধানমন্ত্রী

June 20th, 07:00 pm

প্রধানমন্ত্রী শ্রী মোদী শ্রীনগরে ‘তরুণদের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের রূপান্তর গত ১০ বছরে সরকারের কাজের সুফল। এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ও মহিলারা তাঁদের অধিকার থেকে বঞ্চিত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর মন্ত্র গ্রহণ করে তাঁদের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করেছে।

প্রধানমন্ত্রী শ্রীনগরে ‘তরুণদের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

June 20th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী মোদী শ্রীনগরে ‘তরুণদের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের রূপান্তর গত ১০ বছরে সরকারের কাজের সুফল। এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ও মহিলারা তাঁদের অধিকার থেকে বঞ্চিত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর মন্ত্র গ্রহণ করে তাঁদের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করেছে।

‘হর ঘর তিরঙ্গা’ অভিযান : ট্যুইট বার্তার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় প্রধানমন্ত্রীর

August 14th, 02:34 pm

দেশের সর্বত্র ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ট্যুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিশ্বের বৃহত্তম রেল সেতু, চিনাব সেতুর আর্ক নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা

April 05th, 08:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম রেল সেতু, চিনাব সেতুর আর্ক নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রশংসা করেছেন।

পরিকাঠামো ক্ষেত্রের প্রসার ও অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

April 26th, 12:25 pm

সড়ক, রেলপথ, বিমানবন্দর, বন্দর, ডিজিট্যাল এবং কয়লাসহ পরিকাঠামো ক্ষেত্রের প্রসার ও অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক নির্মাণ এবং তাদের গুণমানের দক্ষ ও কঠোর নজরদারি পরিচালনা করেন। প্রধানমন্ত্রী মোদী সড়ক নির্মাণে নতুন প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।