India is driving not only its own growth but also the world's growth: PM Modi at India Energy Week

February 11th, 11:37 am

At India Energy Week, PM Modi highlighted India's energy ambitions based on resources, innovation, economic strength, strategic geography and sustainability. He emphasised India's rapid progress in renewables, biofuels and green energy, policy reforms and investment opportunities, reaffirming the country's commitment to driving global growth and energy transformation.

ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

February 11th, 09:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ ভাষণ দিয়েছেন। যশোভূমিতে সমাবেশে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই শক্তি সপ্তাহে অংশগ্রহণকারীরা কেবলমাত্র এই অনুষ্ঠানের অংশ নন, তাঁরা শক্তি ক্ষেত্রে ভারতের স্বপ্ন পূরণে অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি অংশগ্রহণকারী সকলকে এবং দেশ-বিদেশের সম্মানীয় অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এই অনুষ্ঠানে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

এএসপিআই-এর ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকারে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে স্থান পেয়েছে ভারত, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর প্রশংসা করেছেন

October 03rd, 07:35 pm

এএসপিআই-এর ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার অনুযায়ী, ৬৪টি টেকনোলজির মধ্যে ৪৫টিতে ভারত এখন শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে। সমীক্ষায় বৈজ্ঞানিক ও গবেষণার অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিভা ধরে রাখার ক্ষমতা সহ ক্রিটিক্যাল টেকনোলজির বিকাশ ট্র্যাক করা হয়। এই সমীক্ষায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং এটি কীভাবে একটি দেশের অর্থনৈতিক দক্ষতা পরিমাপ করে, তার গুরুত্বপূর্ণ উপাদানগুলিও নথিভুক্ত করা হয়েছে।

জামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

October 01st, 12:00 pm

প্রধানমন্ত্রী হোলনেস এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এটাই হল দ্বিপাক্ষিক পর্যায়ে প্রধানমন্ত্রী হোলনেসের প্রথম ভারত সফর। এই কারণে তাঁর এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী হোলনেস দীর্ঘদিন ধরেই ভারতের বন্ধুস্থানীয়। বেশ কয়েকবার তাঁর সঙ্গে আলোচনায় মিলিত হওয়ার সুযোগ আমার হয়েছে এবং প্রত্যেকবারই ভারতের সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় করে তুলতে তাঁর চিন্তাভাবনার মধ্যে আমি অঙ্গীকারবদ্ধতার সন্ধান পেয়েছি। আমার স্থির বিশ্বাস, তাঁর এই বর্তমান সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উৎসাহ যোগানোর পাশাপাশি সমগ্র ক্যারিবিয়ান অঞ্চলের সঙ্গে আমাদের যোগাযোগ ও ঘনিষ্ঠতাকে আরও নিবিড় করে তুলবে।

ভারত একটি সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী

September 05th, 11:00 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে তার বার্তায়, সৌর শক্তি ব্যবহারে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সবুজ শক্তির ভূমিকার ওপর জোর দেন এবং বিশ্ব সম্প্রদায়কে স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসএ সোলার পাম্পের বৈশ্বিক দাম কমিয়ে আনতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।

"জৈব জ্বালানি উদ্ভাবন ও উৎপাদন প্রচেষ্টায় উৎসাহ দানের লক্ষ্যে 'প্রধানমন্ত্রী জী-বন যোজনা'র সংশোধিত প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা "

August 09th, 10:21 pm

জৈব জ্বালানি ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে সাযুজ্য রক্ষা করতে এবং এই বিশেষ ক্ষেত্রটিতে আরও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সংশোধিত 'প্রধানমন্ত্রী জী-বন যোজনা'-তে সম্মতি দিল।

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতির বঙ্গানুবাদ

July 10th, 02:45 pm

প্রথমেই আমি উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য চ্যান্সেলর নেহ্যামারকে কৃতজ্ঞতা জানাই। আমার তৃতীয় মেয়াদের একেবারে শুরুতেই অস্ট্রিয়া আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার এই সফর নানান দিক থেকেই ঐতিহাসিক। ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। আরও একটি সমাপতন এই যে আমার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫-তম বছরে।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ

February 14th, 02:30 pm

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দ্বিতীয়বার মূল ভাষণ দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই আমন্ত্রণ পাঠানোর জন্য শেখ মোহাম্মেদ বিন রশিদজির প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আমার প্রিয় ভাই শেখ মোহাম্মেদ বিন জায়েদকেও আমি এই অবকাশে কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ আমার হয়েছে। তিনি শুধু দূরদর্শী এক নেতাই নন, বিভিন্ন সিদ্ধান্ত ও অঙ্গীকার বাস্তবায়নের পথিকৃৎ-ও তিনি।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৪ –এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

February 14th, 02:09 pm

দুবাইয়ের বর্তমান শাসক, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মান্যবর শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম-এর আমন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট–এ সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শীর্ষ বৈঠকে “ভবিষ্যৎ সরকারগুলির রূপরেখা” নিয়ে বক্তব্য রাখেন শ্রী মোদী। ২০১৮ সালেও ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট–এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে ১০ জন প্রেসিডেন্ট এবং ১০ জন প্রধানমন্ত্রী সহ বিশ্বের মোট ২০ জন রাষ্ট্রনেতা অংশ নেন। এছাড়া এই আন্তর্জাতিক সমাবেশে বিশ্বের ১২০টির বেশি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন।

Whatever BJP promises, it delivers: PM Modi in Telangana

November 25th, 03:30 pm

Ahead of the Telangana assembly election, PM Modi addressed an emphatic public meeting in Kamareddy today. He said, “Whenever I come to Telangana, I see a wave of hope among the people here. This wave is the wave of expectation. It is the wave of change. It is the wave of the sentiment that Telangana should achieve the height of development that it deserves.”

PM Modi addresses public meetings in Telangana’s Kamareddy & Maheshwaram

November 25th, 02:15 pm

Ahead of the Telangana assembly election, PM Modi addressed emphatic public meetings in Kamareddy and Maheshwaram today. He said, “Whenever I come to Telangana, I see a wave of hope among the people here. This wave is the wave of expectation. It is the wave of change. It is the wave of the sentiment that Telangana should achieve the height of development that it deserves.”

ভারত একে একটি জনসাধারণ-চালিত জাতীয় আন্দোলনের রূপ দিয়েছে: প্রধানমন্ত্রী মোদী

September 26th, 04:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে অনুষ্ঠানে ভাষণ দেন। ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে দেশের তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং জি২০-র বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এই উপলক্ষে ৪টি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে-তে প্রধানমন্ত্রীর ভাষণ

September 26th, 04:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে অনুষ্ঠানে ভাষণ দেন। ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে দেশের তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং জি২০-র বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এই উপলক্ষে ৪টি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক জৈব জ্বালানী জোট (গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স - জিবিএ)-এর সূচনা

September 09th, 10:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর, বাংলাদেশ, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, মরিশাস এবং সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃবৃন্দের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক জৈব জ্বালানী জোট (গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স - জিবিএ)-এর সূচনা করেছেন।

এনপিডিআরআর – এর তৃতীয় বৈঠক এবং ২০২৩ সালের সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 10th, 09:43 pm

প্রথমেই আমি বিপর্যয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাই। নিজের জীবনকে বাজি রেখে যেভাবে আপনারা অন্যের জীবন বাঁচান এবং দুর্দান্ত সব কাজ করেন – তা প্রশংসার যোগ্য। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভারতীয় দলের উদ্ধার কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, যা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের বিষয়। যেভাবে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ভারত তার মানবসম্পদ এবং কারিগরি দক্ষতাকে বৃদ্ধি করেছে, তার ফলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্যোগকে আরও শক্তিশালী করা প্রয়োজন। দেশ জুড়ে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তুলতে হবে। আর তাই এই কাজের জন্য একটি বিশেষ পুরস্কার এবার ঘোষিত হয়েছে। আজ নেতাজী সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ওডিশা রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ও সুনামির মতো বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে যে অসাধারণ কাজ করেছে তার জন্য তাদের পুরস্কৃত করা হ’ল। একইভাবে, দাবানল নিয়ন্ত্রণ করে সমগ্র এলাকা রক্ষা করার জন্য মিজোরামের লুঙ্গাই দমকল কেন্দ্রকেও পুরস্কৃত করা হ’ল। এই দুটি সংস্থার সকল বন্ধুকে অনেক অনেক অভিনন্দন।

বিপর্যয় ঝুঁকি কমাতো জাতীয় মঞ্চের তৃতীয় অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

March 10th, 04:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিপর্যয় ঝুঁকি কমাতে আজ নতুন দিল্লিতে জাতীয় মঞ্চের তৃতীয় অধিবেশনের উদ্বোধন করেন। তৃতীয় অধিবেশনের মূল আলোচ্য বিষয় হল পরিবর্তিত জলবায়ুতে স্থানীয় প্রতিরোধ গড়ে তোলা।

জার্মানির চ্যান্সেলরের ভারত সফরের সময়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতি

February 25th, 01:49 pm

আমি আমার বন্ধু চ্যান্সেলর স্কোলজ এবং তাঁর প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাই। চ্যান্সেলর স্কোলজ অনেক বছর বাদে ভারত সফর করছেন। ২০১২-য় তাঁর সফর ভারতে হামবুর্গ-এর কোনও মেয়রের প্রথম সফর ছিল। এটা দেখা যাচ্ছে যে অনেক আগেই তিনি ভারত-জার্মান সম্পর্কের সম্ভাবনাটা বুঝেছিলেন।

‘সবুজ বৃদ্ধি’ নিয়ে বাজের পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

February 23rd, 10:22 am

২০১৪ থেকে ভারতের সবকটি বাজেটেই একটা ধরণ আছে। তখন থেকেই আমাদের সরকারের প্রতিটি বাজেটে নতুন যুগের সংস্কার চালানোর পাশাপাশি বর্তমান সমস্যাও মেটাচ্ছে। সবুজ বৃদ্ধি এবং শক্তি রূপান্তরের জন্য ভারতের রণকৌশলে তিনটি প্রধান স্তম্ভ আছে। প্রথম, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন বৃদ্ধি; দ্বিতীয়, আমাদের অর্থনীতিতে জৈব জ্বালানীর ব্যবহার হ্রাস; এবং তৃতীয়ত, দেশে গ্যাস ভিত্তিক অর্থনীতির অভিমুখে দ্রুত বেগে এগিয়ে যাওয়া। এই রণকৌশলের অঙ্গ হিসেবে আমাদের বাজেটগুলিতে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সে ইথানল মিশ্রণ হোক, পিএম কুসুম কর্মসূচি হোক, সৌর বিদ্যু উৎপাদনে উৎসাহদাতা হোক, ছাদের ওপর সৌর কর্মসূচি হোক, কয়লা গ্যাসিফিকেশন হোক বা ব্যাটারি স্টোরেজই হোক। এ বছরের বাজেটেও শিল্পের জন্য সুবজ ঋণ আছে এবং কৃষকদের জন্য পিএম প্রনাম কর্মসূচিও আছে। গ্রামের জন্য গোবর ধন যোজনা আছে এবং শহরাঞ্চলের জন্য গাড়ি বাতিল নীতিও আছে। সবুজ হাইড্রোজেনে জোর দেওয়ার পাশাপাশি সম পরিমাণে আলোকপাত করা হয়েছে জলাভূমি সংরক্ষণে। এ বছরের বাজেটে সবুজ বৃদ্ধির জন্য যে সংস্থার রাখা হয়েছে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি।

‘সবুজ উন্নয়ন’ বিষয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

February 23rd, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘সবুজ উন্নয়ন’ প্রসঙ্গে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে ভাষণ দেন। ভারত সরকার আয়োজিত বাজেট পরবর্তী ১২টি ওয়েবিনারের মধ্যে এটি ছিল প্রথম। ২০২৩-এর কেন্দ্রীয় বাজেটে যেসব উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে তার কার্যকর রূপায়ণের জন্য পরামর্শ চাইতে সরকার এই ওয়েবিনারগুলির আয়োজন করেছে।

We have to build a government that will lay a solid foundation for 25 years: PM Modi in Bavla, Gujarat

November 24th, 11:14 am

In his last public meeting for the day, PM Modi spoke on the soul of India, that is its villages. Hitting out at the opposition, PM Modi slammed the Congress for ignoring the soul of India and said, “When it came to resources and facilities, the villages were not even considered in the Congress governments. As a result, the gap between villages and cities kept on increasing”. PM Modi further added that the condition of villages in Gujarat 20 years ago was dire, but today has been completely revamped under the BJP government.