"তিরুপতি, ভিলাই, জম্মু, ধারওয়াড় এবং পালাক্কড়ে ৫টি আইআইটি-র পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন "

May 07th, 12:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অন্ধ্রপ্রদেশের তিরুপতি, কেরলের পালাক্কড়, ছত্তিশগড়ের ভিলাই, জম্মু ও কাশ্মীরের জম্মু এবং কর্ণাটকের ধারওয়াড়ে তৈরি হওয়া নতুন ৫টি আইআইটি-র পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাবদ ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সময়কালের জন্য ১১,৮২৮.৭৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে।