প্রধানমন্ত্রী হুল দিবসে জনজাতির নায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

June 30th, 02:28 pm

পবিত্র হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন ভারতের জনজাতি সমাজের অদম্য সাহস এবং অসাধারণ শৌর্যের প্রতি। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ স্মরণ করে প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী – সিদো – কানহু, চাঁদ- ভৈরব এবং ফুলো-ঝানো -র দীর্ঘ ঐতিহ্যের প্রতি এবং অসংখ্য অন্য সাহসী আদিবাসী শহিদকে যাঁরা ঔপনিবেশিক অত্যাচারের প্রতিবাদে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।