ভারত-যুক্তরাজ্যের যৌথ বার্তা

October 09th, 03:24 pm

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যুক্তরাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী, স্যার কিয়ার স্টারমার ২০২৫ সালের ৮–৯ অক্টোবর ভারত সফরে আসেন। প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে উচ্চস্তরের এক প্রতিনিধিদলও ছিল। এই দলে ছিলেন ব্যবসা ও বাণিজ্য সচিব এবং বাণিজ্য সমিতির সভাপতি মহামান্য পিটার কাইল, স্কটল্যান্ডের সচিব মহামান্য ডগলাস আলেকজান্ডার, বিনিয়োগ মন্ত্রী মি. জেসন স্টকউড এবং ১২৫ জন সিইও, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বিহারের পূর্ণিয়ায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 15th, 04:30 pm

বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কলকাতায় আমার কর্মসূচি কিছুটা দীর্ঘায়িত হয়ে পড়ায় এখানে পৌঁছতে আমার দেরি হয়েছে। তা সত্ত্বেও আপনারা এতো বিপুল সংখ্যায় আমাকে আশীর্বাদ করতে এখানে অপেক্ষা করছেন, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আবারও দেরিতে আসার জন্য আপনাদের পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইছি।

বিহারের পূর্ণিয়ায় ৪০ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

September 15th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়ায় ৪০ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, পূর্ণিয়া হল মা পূরাণ দেবী, ভক্ত প্রহ্লাদ এবং মহর্ষি মেহি বাবার জায়গা। অবিস্মরণীয় সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু এবং সতীনাথ ভাদুড়ির জন্মস্থান পূর্ণিয়া বিনোবা ভাবের মতো কর্মযোগীর কর্মস্থল।

প্রধানমন্ত্রীর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ মাধ্যমের উদ্দেশে যৌথ বিবৃতি

August 29th, 03:59 pm

সবার প্রথমে আমি প্রধানমন্ত্রী ইশিবা-কে তাঁর আতিথেয়তা এবং আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।

ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ

July 04th, 09:30 pm

এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন

July 04th, 09:00 pm

টিএন্ডটি-র সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদস্যদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান। তিনি টিএন্ডটি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের জন্য। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ততা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের জননী হিসেবে ভারত এই অনুশীলনকে তার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতি ভারতের বৈচিত্র্যকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করেছে এবং সকল ধারণার সহাবস্থান আর সংসদীয় আলোচনা ও জনসাধারণের বিতর্ককে সমৃদ্ধ করেছে।

ঘানা প্রজাতন্ত্রের সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 03rd, 03:45 pm

গণতন্ত্রের ভাবধারায় ঋদ্ধ, প্রাণবন্ত এক দেশ ঘানায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, আমি ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা আপনাদের কাছে নিয়ে এসেছি।

ঘানার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ

July 03rd, 03:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘানার সংসদে এক বিশেষ অধিবেশনে আজ ভাষণ দিয়েছেন। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ঘানার সংসদে ভাষণ দিলেন। সংসদের অধ্যক্ষ আলবান কিংসফোর্ড সুমনা বাগবিন-এর ডাকা এই বিশেষ অধিবেশনে সংসদ সদস্য, সরকারী আধিকারিক এবং দুদেশের বিশিষ্ট অতিথিরা যোগ দেন। ভারত-ঘানা সম্পর্কের এক উল্লেখযোগ্য মুহুর্ত প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে সূচিত হয় যা দু’দেশকে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধে বেঁধে রেখেছে।

নতুন দিল্লিতে ভারত মন্ডপম – এ বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 02nd, 05:34 pm

আইএটিএ-এর ৮১তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনে ভারতে আগত সমস্ত অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের এখানে আসা আমার কাছে সম্মানের। প্রায় চার দশক পর ভারতে এই সম্মেলনের আয়োজন হচ্ছে। এই চার দশকে ভারত অনেক বদলে গেছে। আজকের ভারত আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব উড়ান পরিবহণ পরিমণ্ডলে আমরা কেবলমাত্র একটা বড় বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এক প্রতীকও বটে। আজকের ভারত বিশ্ব স্পেস অ্যাভিয়েশন কনভার্জেন্সে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বিগত এক দশকে বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক উত্থান সম্পর্কে আপনাকে সকলেই অবগত।

আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 02nd, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ-এর ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রেখেছেন। অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার দশক পর ফের ভারতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতে যে রূপান্তর প্রক্রিয়া চলছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্ব বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত আজ শুধু এক বিশাল বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গত এক দশকে ভারতের ঐতিহাসিক অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারত মহাকাশ ও বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে।

প্রধানমন্ত্রী ২ জুন নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ৮১ তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন

June 01st, 08:01 pm

বিশ্বমানের উড়ান পরিকাঠামো এবং যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ২ জুন নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকাল ৫টা নাগাদ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-র ৮১ তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণও দেবেন।

আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন

April 12th, 04:48 pm

আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন। তিনি হিসার যাবেন এবং সকাল ১০:১৫ টায় হিসার থেকে অযোধ্যা পর্যন্ত বাণিজ্যিক বিমানের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন।

জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটির প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

March 05th, 07:52 pm

জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটি (জেআইবিবিসি)-র ১৭ জন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন এর চেয়ারম্যান শ্রী তাৎসুও ইয়াসুনাগা। জাপানের কর্পোরেট ক্ষেত্রের পদস্থ নেতারা ছাড়াও ব্যাঙ্কিং, ম্যানুফ্যাকচারিং, এয়ারলাইন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্স ক্ষেত্রের প্রতিনিধিরা এই দলে রয়েছেন।

প্যারিসে ভারত – ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 12th, 12:45 am

এখানে ভারত ও ফ্রান্সের শ্রেষ্ঠ ব্যবসায়িক মননের সম্মিলন ঘটেছে। এইমাত্র সিইও ফোরামের যে প্রতিবেদন পেশ করা হ’ল, তাকে স্বাগত জানাই।

এই সপ্তাহে ভারত সম্পর্কে বিশ্ব

February 10th, 06:40 pm

এই সপ্তাহে, ভারত এবং ভারতীয়রা বিশ্ব মঞ্চে তাদের উল্লেখযোগ্য উত্থান অব্যাহত রেখেছে, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করেছে, মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য উদযাপন করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিমান চলাচলের অগ্রগতি পর্যন্ত, ভারতের অগ্রগতি বিশ্বব্যাপী অংশীদারদের জন্য একটি মূল লক্ষ্য। এই সপ্তাহের কিছু প্রধান হাইলাইটগুলি দেখুন।

'মন কি বাত'-এর শ্রোতারাই এই অনুষ্ঠানের আসল অ্যাংকর: প্রধানমন্ত্রী মোদী

September 29th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে ফের একবার যুক্ত হওয়ার সুযোগ হল আমার। আজকের এই পর্ব আমাকে আবেগময় করে তুলেছে, অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে – কারণ এটাই, যে মন কি বাতের আমাদের এই পথচলার দশ বছর পূর্ণ হচ্ছে। দশ বছর আগে মন কি বাতের সূচনা তেসরা অক্টোবর বিজয়া দশমীর দিনে হয়েছিল, আর এ কত পবিত্র সংযোগ যে এই বছর তেসরা অক্টোবর যখন মন কি বাতের দশ বছর পূর্ণ হবে তখন নবরাত্রির প্রথম দিন হবে। মন কি বাতের এই দীর্ঘ যাত্রার এমন বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো কখনই ভুলতে পারব না আমি। মন কি বাতের কোটি-কোটি শ্রোতা আমাদের এই যাত্রার এমন সঙ্গী যাঁদের নিরন্তর সহযোগিতা পেয়ে চলেছি আমি। দেশের বিভিন্ন কোণ থেকে তথ্য পাঠিয়েছেন তাঁরা। মন কি বাতের শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সূত্রধর। সাধারণভাবে এমন একটা ধারণা চালু যে যতক্ষণ মুখরোচক আলোচনা না হচ্ছে, নেতিবাচক কথা না হচ্ছে ততক্ষণ সেটা বেশি মনযোগ পায় না। কিন্তু মন কি বাত প্রমাণ করেছে যে দেশের মানুষ সদর্থক তথ্যের জন্য কতটা মুখিয়ে আছেন। সদর্থক আলোচনা, প্রেরণাদায়ী উদাহরণ, উৎসাহ বাড়ায় এমন কাহিনী, খুব পছন্দ করেন মানুষজন। যেমন একটা পাখি আছে, চাতক যার সম্বন্ধে বলা হয় যে সে শুধু বৃষ্টির জলই পান করে। মন কি বাতে আমরা দেখেছি যে মানুষজনও চাতক পাখির মত, দেশের অর্জিত সাফল্য, মানুষের গোষ্ঠীগত সাফল্যের কথা কত গর্বের সঙ্গে শোনেন।

নতুন দিল্লিতে দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

September 12th, 04:00 pm

আমি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের প্রথমেই উষ্ণ অভ্যর্থনা জানাই। গত দু’দিন ধরে আপনারা অসামরিক বিমান চলাচল বিষয়ের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত উজ্জ্বল নক্ষত্ররা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্য দিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা প্রতিফলিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির বয়স ৮০ বছর। আমাদের মন্ত্রী শ্রী নাইডুর নেতৃত্বে এই উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে – ‘এক পেঢ় মা কে নাম’, অর্থাৎ মায়ের নামে একটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহৎ এই উদ্যোগে ৮০ হাজার গাছ লাগানো হবে। এই প্রসঙ্গে আমি আরও একটি বিষয়ের অবতারণা করছি। আমাদের দেশে যখন কারোর বয়স ৮০ বছর হয় তখন সেই বর্ষপূর্তি বিশেষভাবে উদযাপিত হয়। আমাদের পূর্বপুরুষরা বলতেন, কারোর বয়স ৮০ হওয়া মানে তিনি ১ হাজার বার পূর্ণিমার চাঁদ দেখার সাক্ষী রয়েছেন। সেই একইভাবে আমরা বলতে পারি, আমাদের এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংগঠনটিও ১ হাজার বার পূর্ণিমার চাঁদ দেখেছে এবং খুব কাছ থেকে দেখেছে। তাই, ৮০ বছরের এই পথ চলা নিঃসন্দেহে প্রশংসনীয়, স্মরণীয় এবং সফল।

'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড' চিন্তাদর্শকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ লকহীড মার্টিন

July 19th, 11:50 am

'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এই চিন্তাদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ অগ্রণী প্রতিরক্ষা সংস্থা লকহীড মার্টিন। এজন্য লকহীড মার্টিন-এর সিইও জিম টেসলেট-এর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলত হন জিম টেসলেট।

কংগ্রেস বরাবরই মধ্যবিত্ত বিরোধী দল: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী মোদী

May 10th, 04:00 pm

প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি জনসভায় ভাষণ দিয়েছেন এবং দেশের ভবিষ্যতের জন্য আসন্ন নির্বাচনের গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবেগপূর্ণভাবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের দেওয়া সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার মাহাবুবনগর ও হায়দ্রাবাদে জনসভায় ভাষণ দিয়েছেন

May 10th, 03:30 pm

প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার মাহাবুবনগর ও হায়দ্রাবাদে জনসভায় ভাষণ দিয়েছেন এবং দেশের ভবিষ্যতের জন্য আসন্ন নির্বাচনের গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবেগপূর্ণভাবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের দেওয়া সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য তুলে ধরেন।