ভারত সিঙ্গাপুর যৌথ বিবৃতি
September 04th, 08:04 pm
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শ্রী লরেন্স ওং-এর ভারতে রাষ্ট্রীয় সফরকালে সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা সংক্রান্ত যৌথ বিবৃতি।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
September 04th, 12:45 pm
দায়িত্ব গ্রহণের পর, প্রধানমন্ত্রী ওং-এর প্রথম ভারত সফর উপলক্ষ্যে তাঁকে আন্তরিক স্বাগত জানাই। এই সফর আরও এই কারণেই বিশেষ যে, এই বছরই আমরা পারস্পরিক সম্পর্কের ৬০ বছর পূর্তি পালন করছি।ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
August 05th, 11:06 am
সবার আগে আমি প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে ভারতে আসা প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাই। এ বছর ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালের হলেও দুই দেশের সভ্যতার যোগসূত্র প্রাচীনকালের। রামায়ণের ফিলিপিন্স সংস্করণ আমাদের গভীর সাংস্কৃতিক বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।