দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, কমলিকা বারি, অতনু দাস এবং অভিষেক ভার্মার তীরন্দাজি বিশ্বকাপে ভালো ফল করায় প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়েছেন
June 29th, 02:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে তীরন্দাজি বিশ্বকাপে অভূতপূর্ব সাফল্যের জন্য দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, কমলিকা বারি, অতনু দাস এবং অভিষেক ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন।