"তামিলনাডুতে ১৮৫৩ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহাসড়ক – ৮৭’র পার্মাকুডি – রামানাথপুরম বিভাগ’কে চার লেন করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত "
July 01st, 03:13 pm
তামিলনাডুতে জাতীয় মহাসড়ক – ৮৭ এর পার্মাকুডি – রামানাথপুরম বিভাগকে চার লেন করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ১৮৫৩ কোটি টাকা ব্যয়ে মিশ্র অ্যানুইটি মোড (এইচএএম) – এ এটি গড়ে তোলা হবে। বর্তমানে মাদুরাই, পার্মাকুডি, রামানাথপুরম, মণ্ডপম, রামেশ্বরম এবং ধনুষ্কোডির মধ্যে সংযোগ দুই লেন বিশিষ্ট জাতীয় মহাসড়ক – ৮৭ এবং সংযুক্ত রাজ্য মহাসড়কের উপর নির্ভরশীল।